ফটিকছড়ি প্রতিনিধিঃ
ফটিকছড়ি টু চট্টগ্রাম অক্সিজেন পর্যন্ত প্রথমবারের মতো এসি কোচ সার্ভিস ‘চট্টলা চাকা এক্সপ্রেস’ এর উদ্বোধন সোমবার (২৩ মে) সকাল ১০ টায় সম্পন্ন হয়েছে।
২৪ মে থেকে আনুষ্ঠানিকভাবে চলাচল করবে চট্টলা এক্সপ্রেস।
ফটিকছড়ি বাস স্ট্যান্ডস্থ মুক্তিযোদ্ধা চত্ত্বরে এ সার্ভিসটি উদ্বোধন করেন ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।
উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব,
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাব্বির রাহমান সানি,
ফটিকছড়ি পৌর সভার মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন ও চট্টগ্রাম পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম মঞ্জু।
চট্টগ্রাম ফটিকছড়ি-নাজিরহাট-খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতির তত্ত্বাবধানে প্রথম পর্যায়ে ৪টি এসি বাস যুক্ত হচ্ছে এই রুটে। বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ শাহজাহান বলেন, “এ রোডের যাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিলো এ সড়কে এসি বাস চলাচলের। এছাড়াও হাটহাজারী-ফটিকছড়ি সড়কে দুর্ঘটনা বেড়ে চলেছে তাই যাত্রীদের নিরাপত্তা ও স্বস্তিতে নির্ভয়ে ভ্রমণের জন্য আমরা ‘চট্টলা চাকা এক্সপ্রেস’ নামে এসি বাস সার্ভিস চালু করতে যাচ্ছি। প্রাথমিকভাবে আমরা বিএআরটিএ থেকে অনুমোদিত চারটি এসি বাস চালু করা হবে। এসি বাসগুলো টিকিটের মাধ্যমে নির্দিষ্ট কাউন্টার থেকে সকাল ৭ টা থেকে প্রতি ঘন্টা পর পর ছাড়া হবে এবং কাউন্টার ছাড়া কোথাও থামবে না। বিবিরহাট থেকে অক্সিজেন পর্যন্ত নির্ধারিত ভাড়া হবে জনপ্রতি ৮০ টাকা করে। আপাতত বিবিরহাট বাস স্ট্যান্ড, নাজিরহাট ঝংকার ও সরকারহাটে তিনটা কাউন্টার থাকবে বলে জানান তিনি।
+ There are no comments
Add yours