পটিয়া ছনহরা উপ-নির্বাচন প্রার্থীতা ফিরে পেলেন নৌকার প্রার্থী রাসেল

Estimated read time 1 min read
Ad1

এম হেলাল উদ্দিন নিরব পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি:

পটিয়ায় ছনহরা ইউপি উপ-নির্বাচনে প্রার্থীতা ফিরে পেলেন বাংলাদেশ আ’লীগ মনোনিত নৌকা প্রার্থী মামুনুর রশিদ রাসেল।

বুধবার সকালে হাইকোর্টে আপিল শুনানি শেষে তার প্রার্থীতা বৈধতা ঘোষণা করা হয়।

জানা যায়, পটিয়ায় ছনহরায় শূন্য হওয়া আসনে গত ১৩ মে স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়ন বোর্ডের সভায় প্রয়াত চেয়ারম্যান সামশুল আলম আলমদারের সন্তান ছনহরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মামুনুর রশিদ রাসেলকে মনোনয়ন দেওয়া হয়।

মনোয়ন যাচাই বাছায়ের দিনে উপজেলা নির্বাচন কর্মকর্তা আরাফাত আল হোসাইনী ঋণখেলাপীতে নাম থাকায় নৌকার প্রার্থী রাসেলের মনোয়ন অবৈধ ঘোষণা করা হয়।

এরপর জেলা নির্বাচন অফিসে আপিল করেও প্রার্থীতা ফিরে না পেয়ে হাইকোর্টে আপিল করলে হাইকোর্ট তার আপিল শুনানীতে তাঁকে বৈধতা ঘোষণা করেন।

নৌকার প্রার্থী মামুনুর রশিদ রাসেল জানান, একজনের ক্রেডিট কার্ডের জন্য জামিনদার হয়েছিলাম।

তার অনিয়মিত পেমেন্ট থাকার কারনে ঋনখেলাপীতে আমার নাম চলে আসছে।

অপরিশোধিত সব ব্যালেন্স জমা দেওয়া হয়ে গেছে।

জেলা নির্বাচন অফিস মনোয়ন বৈধ বলে গন্য না করলেও হাইকোর্টে আপিল শুনানির মাধ্যমে বৈধতা ফিরে পিয়েছি।

তিনি জানান, নৌকার প্রার্থীকে পরাজয় করতে অনেকেই ষড়যন্ত্রে লিপ্ত আছে।

সকল ষড়যন্ত্র রূখে দিয়ে জনগনের ভোটে নির্বাচিত হয়ে ছনহরা ইউনিয়ন কে একটি আধুৃনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন বলে জানান।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আরাফাত আল হোসাইনী জানান, বুধবার নৌকার প্রার্থী মামুনুর রশিদ রাসেল হাইকোর্টে আপিল করে বৈধতা ফিরে পেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours