জেলা প্রশাসনের অভিযানে উচ্ছেদ চারশ’ ঘর

Estimated read time 1 min read

 উদ্ধার দেড় একর জায়গা, দখলদারদের বিরুদ্ধে নেয়া হবে  ব্যবস্থা 

 

Ad1

সুজন চৌধুরী, চট্টগ্রাম: চট্টগ্রামের আমিন জুট মিল সংলগ্ন এলাকার রেল লাইনের দু’পাশে অভিযান চালিয়ে অবৈধভাবে স্থাপন করা চারশ’ ঘর উচ্ছেদ করেছে রেলওয়ে ও জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত ।

সোমবার (৩১ আগস্ট) সকালে রেলওয়ে পূর্বাঞ্চলের ভূসম্পত্তি কর্মকর্তা মাহাবুবুল করিম ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক এ অভিযান পরিচালনা করেন।

এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক জানান , দীর্ঘদিন ধরে রেলওয়ের জায়গায় অবৈধভাবে দখল করে ফায়দা লুটছিল একটি চক্র। আজ অভিযান চালিয়ে চারশটির মতো ঘর উচ্ছেদ করা হয়েছে।

তিনি বলেন, আজকের অভিযানে প্রায় দেড় একর জায়গা উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর আবার যেন দখল হয়ে না যায় সে ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের ভূসম্পত্তি কর্মকর্তা মাহাবুবুল করিম ।

এছাড়াও দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন রেলওয়ে এ কর্মকর্তা ।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours