নুরুল আবছার নূরী::
ফটিকছড়িতে তানজিদা নাসরিন লিমার ঝুঁলন্ত লাশ উদ্ধারের ঘটনায় অবশেষে মূল আসামী স্বামী হাবীবকে আটক করেছে পুলিশ।
পরে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ঘটনারদিন রাতেই স্বামী হাবিবকে প্রধান,ভাসুর-ননদসহ অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামী করে মামলা দায়ের করে নিহতের ভাই মুক্তার হোসেন মুরাদ।
কিন্তু ঘটনার ৪দিন পেরিয়ে গেলেও অন্যতম সহযোগি ভাসুর-ননদকে এখনো গ্রেপ্তার করেনি পুলিশ।
বিশ্বস্থ একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নিহত লিমার স্বামী হাবিবের সাথে তার ভাবীর অবৈধ সম্পর্ক/পরকীয়া প্রেম ছিলো।
সে সম্পর্কে বাঁধা হয়ে দাঁড়ানোর কারণেই লিমাকে কৌশলে হত্যা করে আত্নহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিলেন স্বামী পক্ষ।
টাকার বিণিময়ে হত্যার ঘটনা ধাঁমাচাপা দিতে শত চেষ্টা করেও অবশেষে পার পায়নি স্বামী হাবিব।হতে হলো হত্যা মামলায় গ্রেফতার।
সূত্র জানায়,ঘটনার ক’দিন আগে স্বামী হাবিবকে তার ভাবীর সাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে লিমা।
তার প্রতিবাদ করলে স্বামী হাবিব লিমাকে ব্যাপক মারধর করে,সাথে সহযোগিতা করে ভাবী-ভাইসহ শশুরপক্ষ।
এটাই কাল হয়ে দাঁড়ায় লিমার জন্য।
ঘটনার দিনও এ বিষয়ে লিমার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী হাবিব লিমাকে প্রথমে লাঁঠি দিয়ে বেদম প্রহার ও মারধর করে পরে হাত-পা বেঁধে মুখে টেপ পেঁচিয়ে গলা চিপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে।তারপর ভাই-ভাবী, বোনসহ ৪/৫ জনে মিলে লিমাকে ফ্যানের সাথে ঝুঁলিয়ে দেয়।
যাতে সবাই মনে করে সে ফাঁসিতে আত্নহত্যা করেছে।পরে খুব ভোরে লিমার পিতার বাড়িতে মোবাইল করে জানায় যে,লিমা খুব অসুস্থ্য তাড়াতাড়ি আসতে।
ভোর ৬টার দিকে লিমার মা-বাবা,ভাইসহ স্বজনরা গিয়ে ঝুঁলন্ত অবস্থায় লিমার লাশ দেখতে পায়।
এসময় নিহত লিমার (লাশের) শরীরের বিভিন্ন স্থানে জখম ও মারধরের চিহ্ন দেখা গেছে।
লাশের হাঁটুও ছিলো খাটের সাথে মোড়ানো।এসব দেখেই সহজেই বুঁঝা যায়,লিমাকে পরিকল্পিতভাবে হত্যা করেই ফ্যানের সাথে রঁশি দিয়ে ঝুঁলিয়ে রাখা হয়েছে।
লিমা হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মন্দাকিনী গ্রামের সফিউল আলম বাবুলের বড়ো মেয়ে।
প্রায় ৮বছর পূর্বে তার বিয়ে হয় এবং ৬/৭ বছরের একটি মেয়ে রয়েছে।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা বলেন,অভিযুক্ত স্বামী হাবিবকে ইতিমধ্যে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
পোস্টমর্টেম রিপোর্ট পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। এদিকে লিমা হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছে তার এলাকাবাসী।
+ There are no comments
Add yours