অনলাইন ডেস্কঃ
এক হাজার হাজার কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি।
সংবাদ মাধ্যমটিকে ডিজিটাল করতে ও অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
গতকাল বৃহস্পতিবার (২৬ মে) ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানায়,
প্রথাগত সম্প্রচার মাধ্যম থেকে ডিজিটাল মাধ্যমে রূপান্তরে অগ্রাধিকার দিতে এবং আর্থিক সংকট মোকাবেলার কারণে এক হাজার কর্মী ছাঁটাই করবে বিবিসি।
চাকুরি ছাঁটাইসহ প্রথম পর্যায়ের পরিবর্তনগুলো এক বছরে ৬৩০ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় করবে।
+ There are no comments
Add yours