নুরুল আবছার নূরীঃ
ফটিকছড়ি উপজেলার নাজিরহাট ঝংকার এলাকা থেকে দরবার শরীফ পর্যন্ত প্রশস্ত রাস্তাটি মাইজভান্ডার সড়ক নামে পরিচিত।
অন্যদিকে, দরবারের মূল ফটক; মিয়া সাহেবের বাজার থেকে পূর্বদিকে ১ কিলোমিটার অংশকে বলা হয়ে থাকে বিনাজুরি সড়ক।
মাইজভান্ডার সড়কটি সড়ক ও জনপথ বিভাগের হলেও বিনাজুরি অংশটি এলজিইডির অধীন।
বিগত কয়েক বছর পূর্বে জন গুরুত্বপূর্ণ সড়ক দুটি উন্নয়নের আওতায় আসলেও সংস্কার বিহীন থেকে যায় দরবার গেইট সংলগ্ন ছোট্ট একটি অংশ। ২৯মে রবিবার, বিনাজুরি রাস্তায় সরেজমিনে গিয়ে দেখা যায় কার্পেটিং করা মসৃণ সড়কটির অন্য কোথাও বড় ধরনের তেমন গর্ত কিংবা খানাখন্দ নেই। তবে সংস্কার বিহীন গড়ে আছে সড়কটির অন্তত পঞ্চাশ ফুট জায়গা। এতে গর্তের সৃষ্টি হয়ে পানি জমে থাকতে দেখা যায়। সড়কটি ব্যাবহারকারীরা পানি মাড়িয়ে চলতে গিয়ে প্রতিনিয়ত পরিধেয় পোষাক যেমন নষ্ট করছে, দূর্ঘটনাও ঘটছে অহরহ। যার ফলে এ সড়কের ভাঙ্গা অংশ নিযে চরম দূর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ। অথচ সড়কের ছোট্ট অংশটি সংস্কার করা হলে জনদূর্ভোগ অনেকটা লাঘব হতো। এমনই অভিমত স্থানীয়দের। জানতে চাইলে নানুপুর ইউপি চেয়ারম্যন শফিউল আজম বলেন বিষটি সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে। ইতিমধ্যে ২ লক্ষ টাকা বরাদ্দ মিলেছে। শীঘ্রই কাজ শুরু হবে।
+ There are no comments
Add yours