নিজস্ব প্রতিবেদকঃ
ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতায় বাধাগ্রস্ত হয়নি বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে যদি মামলা হয় তাহলে পুলিশ সাথে সাথে তাকে গ্রেফতার করে না। এক্ষেত্রে সাইবার সেলের অনুমতি নিতে হয়।
মঙ্গলবার (৩১ মে) রাজধানীর সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ আয়োজিত সংলাপে অংশ নিয়ে আইনমন্ত্রী এসব কথা বলেন।
ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকতার ক্ষেত্রে বাধা নয় উল্লেখ করে আনিসুল হক বলেন,
দেশে বর্তমান সরকার এমন আইন করবে না যাতে স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করে। ডিজিটাল নিরাপত্তা আইনও সাংবাদিকতাকে কোনোভাবেই বাধাগ্রস্ত করবে না।
+ There are no comments
Add yours