নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) গ্রুপের দুই নেতা মারধরের শিকার হয়েছেন।
এই ঘটনার জের ধরে বিশ্ববিদ্যালয় অবরোধ করেছেন অনুসারীরা। বন্ধ আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একমাত্র যাতায়াত বাহন শাটল ট্রেনও।
মঙ্গলবার (৩১) দিবাগত রাত ১টার দিকে মাজার গেট এলাকায় এই ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৩টা থেকে অবরোধ শুরু করেন তাদের অনুসারীরা।
মারধরের শিকার হলেন, ইসলামের ইতিহাস ওসংস্কৃতি বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের প্রদীপ চক্রবর্তী দু্র্জয় ও ২০০৮-০৮ শিক্ষাবর্ষের মোহাম্মদ রাশেদ।
সহকারী প্রক্টর শহিদুল ইসলাম বলেন, ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা অবরোধ করেছে। তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।
+ There are no comments
Add yours