নিজস্ব প্রতিবেদকঃ
মে মাসে সারাদেশে ৪১৪ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।
চলতি বছরে এ মাসেই সর্বোচ্চ নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে বলছে সংগঠনটি।
এর আগে জানুয়ারি মাসে ৩২৫টি, ফেব্রুয়ারি মাসে ৩৫৬টি, মার্চে ৩৯৭টি ও এপ্রিল মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছিল ৩৬৭টি।
এদিকে, মে মাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে ২২টি, যা এপ্রিল মাসে ছিল ১৪টি, মার্চে ৭টি, ফেব্রুয়ারিতে ১৩টি ও জানুয়ারিতে ১২টি।
আগের মাসগুলোর তুলনায় সংঘবদ্ধ ধর্ষণের সংখ্যাও বেড়েছে মে মাসে।
- মার্চে ৮১ নারী-শিশু হত্যা, ধর্ষণ ৬৯
- ৪৫ শিশু-কিশোরীসহ জানুয়ারি মাসে ৬৫ ধর্ষণ
- দেশে এপ্রিল ৯ প্রতিবন্ধীসহ ধর্ষণের শিকার ৭১ জন
- ফেব্রুয়ারিতে ধর্ষণ জানুয়ারির দেড় গুণ, বেড়েছে আত্মহত্যা
মে মাসে সামগ্রিকভাবে নারী ও শিশুর প্রতি নির্যাতন বেড়ে যাওয়া প্রসঙ্গে এমএসএফ মনে করে,
নারী ও শিশুদের প্রতি সহিংসতা রোধে দেশে যথেষ্ট কঠোর আইন থাকা সত্ত্বেও অপরাধ দমন ও নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা লক্ষণীয় নয়।
এসব কারণে অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় নারী ও শিশুদের প্রতি সহিংসতা ক্রমাগতভাবে বেড়েই চলেছে। সমাজে অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণের পাশাপাশি সামাজিক সুরক্ষায় সরকারের নজরদারি জোরদার করা প্রয়োজন।
+ There are no comments
Add yours