নিজস্ব প্রতিবেদকঃ
সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবারও (১ জুন) সূচকের উত্থানের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।
মোট ১২ খাতের প্রায় শতভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৪০ পয়েন্ট।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৫৪ পয়েন্ট।
সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।
এর ফলে গত ২৫ মে (বুধবার) থেকে শুরু হওয়া দরপতনের পর থেকে আজ পর্যন্ত পুঁজিবাজারে উত্থান হলো।
এ বাজারে ১৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩৮টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টির।
এদিন লেনদেন হয়েছে ১০ কোটি ৬৭ লাখ ২৭ হাজার ২৮৮ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৭ কোটি ৫৭ লাখ ১১ হাজার ২৫২ টাকা।
+ There are no comments
Add yours