কৃষি খাতে উন্নয়ন বাজেটের ৪০% বরাদ্দের দাবি

Estimated read time 1 min read
Ad1

নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন ২০২২-২৩ অর্থবছরের বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০ শতাংশ কৃষি খাতে বরাদ্দ,

ফসলের লাভজনক দাম ও গ্রামীণ রেশনিংসহ ১২ দফা দাবিতে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেছে কৃষক ফ্রন্ট।

বুধবার (১ জুন) কৃষক ফ্রন্টের নেতারা এই স্মারকলিপি পেশ করেন। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ করেন তারা।

সমাবেশে বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ।

দেশের মোট শ্রমশক্তির প্রায় অর্ধেক এখনো কৃষিতে নিয়োজিত। করোনাকালে এ খাত দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে মানুষদের বাঁচিয়ে রেখেছে।

অথচ এই খাতকে অবহেলা করা হচ্ছে। কৃষি খাতে বরাদ্দ দিন দিন কমছে।

মৌসুমে প্রতি ইউনিয়নে ক্রয়কেন্দ্র খুলে ১২০০ টাকা মণ দরে কৃষকের কাছ থেকে ধান কেনার দাবি জানান তিনি।

সমাবেশে বক্তারা কৃষক-ক্ষেতমজুরদের রেজিস্ট্রেশন কার্ড প্রদান; চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম কমানো;

এবং বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ভিজিএফ, ভিজিডি, কর্মসৃজন প্রকল্পসহ সামাজিক সুরক্ষা খাতে উপকারভোগীর আওতা বাড়ানো ও বরাদ্দ বাড়িয়ে দলীয়করণ, দুর্নীতি বন্ধের দাবি জানান।

কৃষিভিত্তিক শিল্প, বন্ধ পাটকল, চিনিকল অবিলম্বে চালু, গ্রামীণ ক্ষেতমজুর-কৃষকদের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করারও দাবি জানান।

সমাবেশ শেষে প্রেস ক্লাব থেকে মিছিল শুরু হয়ে তোপখানা রোড, পুরানা পল্টন, জিরো পয়েন্ট, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, গুলিস্তান ঘুরে সচিবালয়ের গেটে পুলিশের বাধার মুখে পড়ে। পরে সংগঠনের একটি প্রতিনিধি দল সচিবালয়ে অর্থমন্ত্রীর একান্ত সচিবের কাছে স্মারকলিপি দেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours