মুজিবুল্লাহ আহাদ | রাঙ্গুনিয়া প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন থেকে মাদক বিক্রি করার সময় তিন মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নুর উল্লাহ।
তিনি জানান দীর্ঘদিন ধরে স্থানীয় দালালদের দিয়ে এরা মাদক বিক্রি করে এলাকার পরিবেশ নষ্ট করে চলছিল।সোমবার পরিষদের চৌকিদারসহ দিনভর কৌশলে অবস্থান নিয়ে সন্ধ্যার দিকে তাদের মাদকসহ হাতেনাতে ধরা হয়।
এই সময় তাদের কাছ থেকে ১ টি সিএনজি ট্যাক্সসহ ৪০ লিটার চোলাই মদ জব্দ করেন এবং পুলিশকে সোপর্দ করেন।
গ্রেপ্তার হওয়া ইয়াবা ব্যবসায়ীরা হলেন কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড রিফিউজি পাড়ার মো. আবদুল মান্নানের ছেলে মো. আবদুর রহিম (২১), রাজানগর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড আজলার বাড়ি এলাকার আবদুল গফুরের ছেলে আবদুল শুক্কুর (২২) এবং চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বনগ্রাম নতুনপাড়া এলাকার বদি আলমের ছেলে মো. আশরাফ (২০)।
রাঙ্গুনিয়া থানার ওসি সাইফুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার ১ সেপ্টেম্বর সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রাঙ্গুনিয়ায় মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
+ There are no comments
Add yours