প্রান্তিক জনপদের উন্নয়নে কাজ করছে চট্টগ্রাম জেলা পরিষদ-আবু আহমেদ জুনু

Estimated read time 1 min read
Ad1

চন্দনাইশ-(চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সদ্য সাবেক জেলা পরিষদ সদস আলহাজ্ব আবু আহমেদ চৌধুরী জুনু বলেছেন,

চট্টগ্রাম জেলা পরিষদ চন্দনাইশের অবহেলিত প্রান্তিক জনপদের উন্নয়নে ব্যাপক কাজ করছে।

গত পাঁচ বছরে চন্দনাইশ উপজেলা ও পটিয়া উপজেলার আংশিক এলাকায় অনেক প্রকল্প বাস্তবায়িত করেছে।

ছোটখাট সড়ক, কালভার্ট, গভীর নলকূপ, স্কুল কলেজ, মসজিদ মাদ্রাসা,

মন্দির বিহার উন্নয়ন ও প্রাকৃতিক দূর্যোগ ও করোনাকালীন সময়ে জেলা পরিষদের ভূমিকা অবিস্মরণীয়।

সম্প্রতি ২০২১-২২ অর্থ বছরে ১ম পর্যায়ে ১১ নং ওয়ার্ডে অর্থাৎ চন্দনাইশ উপজেলা ও পটিয়া উপজেলার আংশিক এলাকায় প্রায় ৪০ লক্ষ টাকার প্রকল্প বরাদ্দ দেয়া হয়েছে।

পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউসুফের পাড়া সড়ক সিসি ঢালাই,

চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ গুচ্ছগ্রাম সড়ক উন্নয়ন, কেশুয়া আবদুল কুদ্দুছ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংযোগ সড়ক সিসি ঢালাই,

চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর সাহেবের বাড়ির পুকুরে রিটার্নিং ওয়াল নির্মাণ,

পূর্ব সাতবাড়িয়া হাজীর পাড়া এনামের বাড়ি সড়ক উন্নয়ন, পশ্চিম হাছনদন্ডী উত্তর পাড়া ফারুক সওদাগর বাড়ী সড়ক উন্নয়ন,

তালুকদার বাড়ি পুকুরে রিটার্নিং ওয়াল নির্মাণ, ও মুরাদাবাদ হাছান আলী জামে মসজিদ উন্নয়ন প্রকল্প অন্যতম।

এছাড়াও ইতিপূর্বে উত্তর হাশিমপুর ছৈয়দাবাদ ইসলাম মিয়া সড়ক উন্নয়ন,

দক্ষিন হাশিমপুর ভান্ডারী পাড়া ছোবহানিয়া মসজিদ মাদ্রাসা উন্নয়ন ও হাজী খলিল বদিউজ্জামাল দাখিল মাদ্রাসা পুকুরে ঘাটলা নির্মাণ,

চন্দনাইশ পৌরসভার চৌধুরী পাড়া বায়তুল নুর জামে মসজিদ পুকুরে রিটার্নিং ওয়াল নির্মাণ, উত্তর বরকল গাজী আাড়ি পুকুরে রিটার্নিং ওয়াল নির্মাণ,

কাঞ্চনাবাদ আব্বাস পাড়া সড়ক উন্নয়ন, জামির জুরি আমির হামজা সড়ক উন্নয়ন, সাতবাড়িয়া পলিয়া পাড়া হযরত আবদুল কাদের জিলানী রঃ মাদ্রাসা মাঠ সিসি ঢালাই,

জোয়ারা নগর পাড়া সড়ক উন্নয়ন, জোয়ারা শ্রী পুকুর পাড় হতে বড়ুয়া পাড়া সড়ক উন্নয়ন ও মোহাম্মদপুর কেরামত আলী মুন্সি বাড়ি সড়ক সিসি ঢালাই কাজে বরাদ্দ দেয়া হয়েছে।

তিনি চন্দনাইশের অবহেলিত প্রান্তিক জনপদের উন্নয়নে সকলকে পাশে থাকার আহ্বান জানান ।

তিনি বলেন, সরকার শহর ও গ্রামের জীবন যাত্রার বৈষম্য ঘুচিয়ে আনতপ বদ্ধ পরিকর আর এ লক্ষ্যেই চট্টগ্রাম জেলা পরিষদ কাজ করছে।

জনাব আবু আহমেদ চৌধুরী জুনু আজ মুরাদাবাদ হাছান আলী জামে মসজিদ সংলগ্ন পুকুরে রিটার্নিং ওয়াল নির্মানে জেলা পরিষদ হতে ২ লক্ষ টাকা অনুদানের বরাদ্দ পত্র হস্তান্তরকালে উপরোক্ত বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন শিবলী,

উপজেলা শ্রমিক লীগ নেতা মোঃ সাইফুদ্দিন, মসজিদ কমিটির সভাপতি হাজী আবু ছৈয়দ,

পৌর আওয়ামী লীগ নেতা বেলাল উদ্দিন, বেলাল হোসাইন মিন্টু ও যুবলীগ নেতা আখতারুজ্জামান বাবু প্রমূখ।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours