
ইউনুস আলী, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
পুরাতন কমিটি বিলুপ্ত করে কুড়িগ্রাম পৌর মহিলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে জেলা মহিলা আওয়ামীলীগ কমিটি।
বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখা কমিটির সভানেত্রী এবং সাবেক সংসদ সদস্য আহমেদ নাজমীন সুলতানা
ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জান্নাতুন নাহার স্বাক্ষরিত এক পত্রে নবগঠিত আহবায়ক কমিটির তালিকা বৃহস্পতিবার গণমাধ্যম কর্মীরে কাছে হস্তান্তর করা হয়।
এতে ফারহানা ইয়াসমিন মিলিকে আহবায়ক, আসমা বেগম ও আতিকা তাসমিনকে যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
গঠিত কমিটিকে আগামি ৩১ আগস্টের মধ্যে পাড়া কমিটি এবং ৯ ওয়ার্ড কমিটি গঠন করে পৌর মহিলা আওয়ামীলীগের কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়।
এ ব্যাপারে নতুন আহবায়ক ফারহানা ইয়াসমিন মিলি জানান,
দলের অভ্যন্তরে অবস্থিত ভিন্নতাবলম্বীদের নিয়ে একসাথে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে,
তৃণমূলের সমর্থন নিয়ে কুড়িগ্রাম পৌরসভায় একটি শক্তিশালী পৌর মহিলা আওয়ামীলীগ গঠণে দলমত সকলের সহযোগিতা চাই।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours