
লামা প্রতিনিধিঃ
বান্দরবানের লামায় গলায় ফাঁসি দিয়ে পারভীন আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
এসময় নিহত স্বামী নুরুল আবছারকে আটক করা হয়।
(শুক্রবার ৩ জুন) সকালে ফাঁসিয়াখালী ইউনিয়নের অংসার ঝিড়ি পাড়ার নিজ বাড়ীর পার্শ্ববর্তী মুরগীর খামার থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধু পারভীন আক্তার (২৪), সে ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের, ৬নং ওয়ার্ডের অংসাঝিরি গ্রামের মোঃ নুরুল আবছার স্ত্রী। তার তিন বছরের এক শিশু কণ্যা রয়েছে বলে জানা যায়। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন- লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী। তিনি জানিয়েছেন,সকালে স্থানীয়রা খবর দিলে নিজ বাড়ীর পার্শ্ববর্তী মুরগীর খামার থেকে গৃহবধু লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে নিহত গৃহবধু স্বামীকে আটক করা হয়েছে। ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন জানান, স্থানীয়রা এ ঘটনায় নিহত স্বামীকে সন্দেহ হলে তাকে আটক করে পুলিশ কাছে হস্তান্তর করেছে। লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে গৃহবধু লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। তবে আটককৃত বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
সংবাদ প্রেরকঃ ইসমাইলুল করিম।
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
                         
                 
                                     
                                     
                                     
                             
                             
                             
                                                         
                                
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                
+ There are no comments
Add yours