গাজীপুরে রাস্তা প্রশস্তকরণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আশ্বাস সিটি মেয়রের 

Estimated read time 1 min read
Ad1

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড ইটাহাটা এলাকায় জোরপূর্বক জমি দখল করে রাস্তা প্রসস্তকরণ কাজ করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

চান্দনা চৌরাস্তা মজলিসপুর এলাকায় ৪০ ফিট রাস্তা নির্মাণের কাজ করছেন গাজীপুর সিটি কর্পোরেশন। রাস্তা নির্মাণে এলাকাবাসীও খুশি। ৪০ ফিট রাস্তা নির্মাণ করার ফলে অনেকের বসত ভিটা, গাছ-পালা, কলকারখানাসহ বিভিন্ন স্থাপনা ভাঙ্গতে হচ্ছে। কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশন ওই সব স্থাপনা ভাঙ্গার আগে কোন নোটিশ না দিয়ে এলাকার গরিব ও নিরীহ মানুষকে ভয়ভীতি দেখিয়ে বতসভিটা, ঘরবাড়ি, গরুর খামার, বাড়ির ওয়াল, কারখানা ভেঙ্গে দেয়া হচ্ছে।

সবাই চায় রাস্তা হউক, কিন্তু কাউকে নি:শ করে কোন ক্ষতিপূরণের ব্যবস্থা না করে ভেঙ্গে দেয়া হচ্ছে। এতে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকার সাধারণ মানুষের দাবী আমরা রাস্তা চাই, কিন্তু বাড়ি ঘর হারিয়ে না। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এড. জাহাঙ্গীর আলমের মাধ্যমে আমরা এটার ক্ষতিপূরণ চাই।

এ বিষয়ে স্থায়ী বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, আমরা রাস্তা চাই, কিন্তু আমরা যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা করা হউক। আমরা মাননীয় মেয়র মহোদয়ের কাছে ক্ষতিপূরণ দাবী করছি। চাঁন মিয়া নামের আরেক বাসিন্দা বলেন, আমার পুরো বাড়ি ভাঙ্গা গেছে। ওই বাড়ির জায়গা ছাড়া আর কিছুই নেই।

মেয়র মহোদয় দেখে আশ্বাস দিয়েছেন একটা ব্যবস্থা করবেন। শান্তি মোহন ঘোষ বলেন, আমার থাকার জায়গাসহ ঘোয়াল ঘর রাস্তার কাজের জন্য চলে যায়। পারভীন আক্তার, স্বামী হালিম তিনি বলেন, আমাদের থাকার পুরো ঘরটি চলে গেছে। ঘরের জায়গাটুকু ছাড়া আর কিছুই নেই। ওই এলাকার হাজী মো: শাহাব উদ্দিন, অনিকা ঘোষ, হামিদ, মোশারফসহ আরো অনেকেই অভিযোগ করেন।

এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম সরকার বলেন, আমরা ওই এলাকার ক্ষতিগ্রস্ত মানুষকে বুঝিয়ে এবং সময় নিয়ে মেয়র মহোদয়ের সাথে আলোচনা করে লিখিত ভাবে অভিযোগ দিচ্ছি এবং চেষ্টা করছি যথাসাধ্য ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়ার জন্য। তিনি আরো বলেন, প্রায় ৭ বছর আগে এই রাস্তাটি ১০ ফিট ছিল। মাঝে ৩০ফিট করার কথা ছিল কিন্তু এলাকাবাসীর সুবিধার্থে মেয়র মহোদয়ের নির্দেশে ৪০ফিট প্রসস্ত করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours