নিজস্ব প্রতিবেদকঃ
২০২১-২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুন) ১১টা ১৫ মিনিটে শুরু হয়ে বেলা ১২টা ৩০ মিনিটে শেষ হয় পরীক্ষা।
এই ইউনিটে ৯৩০টি আসনের বিপরীতে লড়েছেন ৩০ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী।
প্রসঙ্গত, আগামী ৪ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট,
১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট এবং
১১ জুন (শনিবার) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সবগুলো পরীক্ষাই সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অন্যদিকে, ১৭ জুন সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাবির চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) অনুষ্ঠিত হবে।
+ There are no comments
Add yours