নিজস্ব প্রতিবেদকঃ
নতুন নির্ধারিত দাম অনুযায়ী প্রতি ১২ কেজির এলপিজি সিলিন্ডারে ৯৩ টাকা করে কমানো হয়েছে।
নিয়ম মেনে জুন মাসের জন্য এই দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বৃহস্পতিবার (২ জুন) এক গণশুনানির মাধ্যমে নুতন এ দাম নির্ধারণ করে দেওয়া হয়।
নির্ধারিত নতুন দাম অনুযায়ী ভোক্তা পর্যায়ে ১২ কেজির সিলিন্ডার বিক্রি হবে ১ হাজার ২৪২ টাকা, যা আগে ছিল ১ হাজার ৩৩৫ টাকা।
এ দিন সন্ধ্যা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে বিইআরসির ঘোষণায় বলা হয়েছে।
নির্ধারিত দাম অনুযায়ী,
- সাড়ে ১২ কেজি এলপিজির মূল্য ১ হাজার ২৯৫ টাকা
- ১৫ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৫৩৫ টাকা
- ১৬ কেজির সিলিন্ডার ১ হাজার ৬৫৭ টাকা
- ১৮ কেজির দাম ১ হাজার ৮৬৩ টাকা
- ২০ কেজির দাম ২ হাজার ৭১ টাকা
- ২২ কেজি ২ হাজার ২৭৮ টাকা
- ২৫ কেজি ২ হাজার ৫৮৭ টাকা
- ৩০ কেজি ৩ হাজার ১০৬ টাকা
- ৩৩ কেজি ৩ হাজার ৪১৬ টাকা
- ৩৫ কেজি ৩৬২২ টাকা
- ৪৫ কেজি ৪ হাজার ৬৫৯ টাকা।
অন্যদিকে, প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ টাকা ৯১ পয়সা। তবে আগের দামেই রয়েছে সরকারি পর্যায়ের এলপিজির দাম।
+ There are no comments
Add yours