নিজস্ব প্রতিবেদকঃ
দেশের ক্রীড়া সাংবাদিকদের সবচেয়ে ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বার্ষিক ক্রীড়া পুরস্কার প্রদান করেছে।
২০২১ সালে কুল বিএসপিএ বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ।
তিনি পেছনে ফেলেছেন ফুটবলার তপু ও আরচ্যার দিয়া সিদ্দিকীকে।
ফলাফলঃ
বর্ষসেরা ক্রীড়াবিদ
মেহেদী হাসান মিরাজ
দিয়া সিদ্দিকী ও তপু রানার আপ
পপুলার চয়েজ
তপু বর্মণ
বর্ষসেরা ক্রিকেটার
মেহেদী হাসান মিরাজ
বর্ষসেরা ফুটবলার
তপু বর্মণ
বর্ষসেরা আরচ্যার
দিয়া সিদ্দিকী
বর্ষসেরা হকি খেলোয়াড়
সোহানুর রহমান সবুজ
বর্ষসেরা বডি বিল্ডার
মাকসুদা মৌ
বর্ষসেরা সাইক্লিস্ট
ফয়সাল হোসেন
বর্ষসেরা নারী ক্রিকেটার
শারমিন আক্তার সুপ্তা
বর্ষসেরা কোচ
অস্কার ব্রুজন (বসুন্ধরা কিংস)
বর্ষসেরা সংগঠক
সৈয়দ শাহেদ রেজা
বর্ষসেরা সংগঠন
দাবা ফেডারেশন
বর্ষসেরা পৃষ্ঠপোষক
আমরা নেটওয়ার্ক
বর্ষসেরা উদীয়মান
রিতু আক্তার (অ্যাথলেটিক্স)
শরিফুল ইসলাম (ক্রিকেটার)
আলী কাদের (জিমন্যাস্ট)
বিশেষ সম্মাননা
আবদুল গাফফার
বর্ষসেরা তৃণমূলের ব্যক্তিত্ব
আমির বাবু (মাদারীপুরের ক্রিকেট সংগঠক)
আকবর আলী (ফুটবল কোচ, সাতক্ষীরা)
+ There are no comments
Add yours