নিজস্ব প্রতিবেদকঃ
দেশে সড়ক দুর্ঘটনায় এপ্রিলের চেয়ে মে মাসে মৃত্যুর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে একই সময়ে দুর্ঘটনায় আহত হয়েছেন ছয়গুণ মানুষ।
গত এপ্রিল মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪২৭টি, এপ্রিলে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪ হাজার ৬৩১টি দুর্ঘটনা ঘটেছে।
সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৫৪৩ জনের এর বিপরীতে মে মাসে মৃত্যু হয়েছে ১০২৯ জনের।
পরিসংখ্যান বলছে এপ্রিলে দেশে সড়ক দুর্ঘটনা হয়েছিল ৪২৭টি তবে গত মাসে দেশে মোট সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪ হাজার ৬৩১টি।
এপ্রিলে ওই পরিসংখ্যান দিয়েছিল রোড সেফটি ফাউন্ডেশন।
মে মাসে সড়ক দুর্ঘটনার চিত্র জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আরেক স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য রোড।
সংগঠনের মহাসচিব শান্তা ফারজানা বিজ্ঞপ্তিতে জানান, সড়ক দুর্ঘটনায় মৃতদের মধ্যে ২৪১ জন নারী, শিশু ৯৭ এবং ৮১ জন ষাটোর্ধ্ব।
সেভ দ্য রোড জানিয়েছে ট্রাফিক বিভাগ, বিআরটিএসহ সংশ্লিষ্ট সকলকে এখনই বেপরোয়া বাহন চালানো থেকে চালকদেরকে নিবৃত্ত করতে আইনের প্রয়োগ করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা তৈরিতে সবাইকে এগিয়ে আসতে হবে।
+ There are no comments
Add yours