নুরুল আবছার নূরীঃ
ফটিকছড়ি-অক্সিজেন-চট্টগ্রাম রুটে সদ্য চালু হওয়া এসি বাস বন্ধের দাবিতে লোকাল বাস বন্ধ রেখেছে চালক ও শ্রমিকরা।
আজ সকাল থেকে হঠাৎ এমন সিদ্ধান্তে ভোগান্তিতে পড়ে শহরগামি যাত্রীরা।
এ ব্যাপারে ফটিকছড়ি বিবিরহাট বাস স্ট্যান্ড ও নতুন বাস স্ট্যান্ড এ চালক ও শ্রমিকদের সাথে কথা বলতে চাইলে কাউকে পাওয়া যায় নি।
পেলাগাজী দীঘি সংলগ্ন নতুন স্টেশনে সারি সারিভাবে বাস দাড়ানো থাকলেও পাওয়া যায় নি কোনো চালককে।
এ ব্যাপারে কথা বলতে চাইলে নাজিরহাট লালকার্ড বাস শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক শামসুল আলম বলেন,
বিচ্ছিন্ন কিছু শ্রমিক এসি বাস বন্ধের দাবি জানালেও খাগড়াছড়ি-ফটিকছড়ি-চট্টগ্রাম রুটে অনেক লোকাল বাস চলছে।
তিনি আরো বলেন, যাত্রী সাধারণের সেবার মান উন্নয়নের লক্ষ্যে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাংসদ আলহাজ্ব সৈয়দ নজীবুল বশর মাইজভান্ডারি,
উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব ও ফটিকছড়ি পৌরসভা মেয়র ইসমাইল হোসেন উপস্থিত থেকে এসি বাস (চট্টলার চাকা এক্সপ্রেস) উদ্বোধন করেছেন।
সুতরাং যাত্রীরা যেহেতু সেবা পাচ্ছে এটি বন্ধ করে দেয়ার দাবি অযৌক্তিক। রুটে এসি, লোকাল দুটোই চলবে।
যাত্রীরাই তাদের সামর্থ্য ও সুবিধা অনুযায়ী বেছে নেবেন কোনটাতে করে ভ্রমন করবেন।
এ ব্যাপারে চট্টগ্রাম ফটিকছড়ি-নাজিরহাট-খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ শাহজাহান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ” শ্রমিক ইউনিয়নের সবাই না বরং কিছু শ্রমিক এসি বাস বন্ধের দাবি জানাচ্ছেন। যদিও সকল শ্রমিক নেতারা এ দাবির সাথে একমত না। তবে যাত্রীদের ভোগান্তি নিরসনের শ্রমিক নেতাদের সাথে বসে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাবো। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান সানি’র সাথে যোগাযোগ করা হলে তিনি জরুরি মিটিংয়ে থাকায় কথা বলা সম্ভব হয় নি। উল্লেখ্য গত ২৪ মে ফটিকছড়ি বাস স্ট্যান্ড চত্বরে এসি বাস সার্ভিসের উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান, সাংসদ আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি, উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব ও ফটিকছড়ি পৌরসভা মেয়র ইসমাইল হোসেনসহ বাস চালক নেতৃবৃন্দ।
+ There are no comments
Add yours