নিজস্ব প্রতিবেদকঃ
যে নিরাপত্তা বাহিনী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিরাপত্তা দিচ্ছে,
সেই একই বাহিনীর মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ।
রোববার তিনি বলেছেন, খাইবার-পাখতুনখাওয়ার পেশওয়ার থেকে বানি গালায় ফেরার পর,
ফেডারেল সরকারের আইন অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে এখনও নিরাপত্তা দেওয়া হচ্ছে।
সিরিজ টুইটে রানা সানাউল্লাহ বলেন, ইমরানের নিরাপত্তায় নিয়োজিত নিরাপত্তা কর্মকর্তারা এখনও তাদের দায়িত্ব পালন করছেন।
ইমরানের বিরুদ্ধে মামলা
গত ২৫ মে লং মার্চ চলাকালীন ফেডারেল রাজধানীতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে পিটিআই চেয়ারম্যান ইমরান খান এবং তার দলের নেতা আসাদ উমর, আসাদ কায়সারসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই অভিযোগে ইসলামাবাদ পুলিশও ইমরানের বিরুদ্ধে পৃথক একটি মামলা দায়ের করেছে।
+ There are no comments
Add yours