নিজস্ব প্রতিবেদকঃ
জোনায়েদ সাকির নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৬ জুন) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম ইসির আবেদন শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন।
আগামী ১৪ আগস্ট এ বিষয়ে শুনানি হবে।
আদালত তাৎক্ষণিক কোনো আদেশ দেননি। আপিল শুনানির জন্য আগামী ১৪ আগস্ট দিন ধার্য করেছেন।
২০১৯ সালের ১১ গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্দেশ দেন হাইকোর্ট। ৩০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়।
+ There are no comments
Add yours