সুজন চৌধুরী, চট্টগ্রাম:
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে বিস্ফোরণের আহত রোগীদের সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদের হেল্প ডেস্ক কার্যক্রম চালু করেছে।
মঙ্গলবার (৭ জুন) এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক রেজাউল করিম চৌধুরী।
এসময় তিনি বলেন, মানুষ মানুষের জন্য।
মানুষের বিপদে মানুষের পাশে দাড়াতে পারাটায় হলো সার্থকতা। আর একাজ সূচনালগ্ন থেকে করে আসছে সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদ। আমি সংগঠনের কার্যক্রমে অভিভূত।
এসময় আরও উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, ক্ষুদ্র স্বপ্ন ফাউন্ডেশন’র এর যুগ্ন সাধারণ সম্পাদক জাহেদুল হাসান, মায়াফুল’র সদস্য সুজন চৌধুরী, শহিদুল ইসলাম মুন্না, ফার্মাসিস্ট সনজিত দাশ।
এসময় সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনার শুরু থেকেই যখন চমেকে রোগী নিয়ে আশা শুরু হয় তখন থেকে ব্লাড ব্যাংক, ওয়ানস্টপ ক্রাইসিস,সহ বিভিন্ন স্হানে সক্রিয় ভুমিকা পালন করেন সম্মেলিত সামাজিক সংগঠন পরিষদের সদস্যরা।
+ There are no comments
Add yours