নিজস্ব প্রতিবেদকঃ
দেশে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে চমক দেখিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা।
সব সময় শীর্ষে থাকা সৌদি আরব ও যুক্তরাষ্ট্রকে ডিঙিয়ে প্রবাসী আয়ে শীর্ষে উঠে এসেছে দেশটির নাম।
রেমিট্যান্স নিয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, যেসব দেশ থেকে বাংলাদেশে রেমিট্যান্স আসে চলতি বছরের মে মাসে তার মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে।
দেশটি থেকে ৩৩ কোটি ৮৬ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা এসেছে।
একক মাস হিসেবে দেশটি থেকে আসা প্রবাসী আয়ের অঙ্ক এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ।
মঙ্গলবার গুলশান আইডিয়াল মানি এক্সচেঞ্জ-এর স্বত্বাধিকারী মো. রাসেল জানান, তারা আজ ডলার বিক্রি করছেন ৯৭ টাকা ৩০ পয়সা আর কিনেছেন ৯৬ টাকা ৮০ পয়সায়।
অন্যদিকে মার্স মানি এক্সচেঞ্জ হাউজ বিক্রি করছে ৯৭ টাকা ২০ পয়সা, তারা কিনছে ৯৬ টাকা ৫০ পয়সায়।
+ There are no comments
Add yours