নিজস্ব প্রতিবেদকঃ
বিশুদ্ধ খাবার পানির সংকটে পড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীরা।
কেন্দ্রীয় মসজিদে একটি ও ক্যাফেটেরিয়াতে দুটো বিশুদ্ধ খাবার পানির ফিল্টার ছাড়া বিশ্ববিদ্যালয়ের আর কোথাও নেই খাবার পানির ব্যবস্থা।
এতে করে শিক্ষার্থীদের কিনে অথবা বাসা থেকে পানি নিয়ে আসতে হয়।
দ্রুত পানির বিষয়টি সমাধান হবে উল্লেখ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক আইনুল ইসলাম বলেন,
বিশুদ্ধ খাবার পানির জন্য অবকাশ ভবনে দুটি ফিল্টার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।
+ There are no comments
Add yours