নিজস্ব প্রতিবেদকঃ
পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান।
আগামী কয়েকদিনের মধ্যেই এই বিক্ষোভের তারিখ ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (৮ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খান বলেছেন,
‘সত্যিকারের স্বাধীনতার জন্য পরবর্তী ধাপে আমাদেরকে সর্বাত্মকভাবে এগিয়ে যেতে হবে। আমি আগামী কয়েক দিনের মধ্যে (বিক্ষোভের) একটি তারিখ ঘোষণা করবো।’
পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন,
‘আমি দলের সব সংগঠনকে প্রস্তুত থাকতে বলেছি। আমরা সুপ্রিম কোর্টের কাছ ছাড়পত্র পাওয়ার জন্য অপেক্ষা করছি। সেটি হয়ে গেলেই তারিখ ঘোষণা করা হবে।’
উল্লেখ্য, পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে পরাজিত হয়ে মাস দু’য়েক আগে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়েছিলেন ইমরান খান।
মূলত নিজ দলের প্রায় দুই ডজন সংসদ সদস্যের দলত্যাগের পর ইমরান সরকারের পতন ত্বরান্বিত হয়।
এছাড়া সাম্প্রতিক একটি সমাবেশে পিটিআইয়ের এই প্রধান বলেন, রাষ্ট্র সঠিক সিদ্ধান্ত না নিলে পাকিস্তান ‘তিনটি ভাগে বিভক্ত হতে পারে’।
+ There are no comments
Add yours