নিজস্ব প্রতিবেদকঃ
রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুরে তিস্তা নদীর ওপর নির্মিত শেখ হাসিনা তিস্তা সেতুতে প্রায় সাড়ে তিন মাস পর আলো ফিরতে শুরু করেছে।
গত ৪ জুন থেকে সেতুর ল্যাম্পপোস্টের নষ্ট বাতিগুলোর সংস্কার কাজ শুরু হয়েছে।
দীর্ঘদিন ধরে সেতুর ৩২টি ল্যাম্পপোস্ট অকেজো ছিল।
সেতুটি দীর্ঘদিন পর আলোকিত হওয়ায় বিভিন্ন পরিবহনের চালক ও যাত্রী সাধারণসহ স্থানীয়রা স্বস্তি প্রকাশ করছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সেতুর ল্যাম্পপোস্টের বাতিগুলো নষ্ট হয়ে ছিল। এতে রাতে সেতু দিয়ে চলতে গিয়ে বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে।
এখন সেতুর ল্যাম্পপোস্টের বাতিগুলো মেরামত ও নতুন বাতি লাগানোর কারণে সন্ধ্যায় সেতুটি আগের মতো আলোকিত হয়েছে।
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদ উদ্দীন বলেন, সেতুতে বাতি জ্বলতে শুরু করেছে। আশা করছি বাকি কয়েকটি ল্যাম্পপোস্টের বাতিও দ্রুত সময়ের মধ্যে সংস্কার বা পরিবর্তন করে নতুন বাতি স্থাপন করা হবে। সেতু আলোকিত রাখার বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।
+ There are no comments
Add yours