নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ ব্লকচেইন অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়েছে পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শিক্ষার্থীদের নেতৃত্বদানকারী টিম মেসবুক।
বুধবার (৮ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী আহমেদ সাজ্জাদ ও মো. রাজীব রায়হান মেসবুক টিমের নেতৃত্ব দেন।
টিম লিডার ছিলেন সাজ্জাদ। তাদের টিমে ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীম ইয়া জান্নাত এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের হৃদয় শাহা।
প্রজেক্টের নাম রিয়েল ট্রাস্ট প্রজেক্ট। এই প্রজেক্টের মাধ্যমে ব্লকচেইন টেকনোলজি ব্যবহার করে রিয়েল এস্টেট সেক্টরে কাজ করা যাবে।
ব্লকচেইন হলো তথ্য সংরক্ষণ করার একটি নিরাপদ ও উন্মুক্ত পদ্ধতি। এ পদ্ধতিতে তথ্যগুলো বিভিন্ন ব্লকে একটির পর একটি চেইন আকারে সংরক্ষণ করা হয়। এতে তথ্য মালিকানা সংরক্ষিত থাকে। এ পদ্ধতিতে তথ্য সংরক্ষণ করলে, কোনো একটি ব্লকের তথ্য পরিবর্তন করতে চাইলে, সেই চেইনে থাকা প্রতিটি ব্লকে পরিবর্তন করতে হবে, যা অসম্ভব।
+ There are no comments
Add yours