নিজস্ব প্রতিবেদকঃ
সম্প্রতি ঘটে যাওয়া সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন নেভাতে গিয়ে বিস্ফোরণের ঘটনায়
নিহত ফায়ার ফাইটার নিপন চাকমার মেয়ের উনতি চাকমার পড়াশোনার দায়িত্ব নিল সেনাবাহিনী পরিচালিত লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ বিষয়ে একটি অঙ্গীকারনামা উনতি চাকমার হাতে তুলে দেওয়া হয়।
উনতি চাকমা রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর মো. আরিফ মাহমুদ খবর বাংলাকে জানান, উনতির বাবার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে, তা কখনো আমরা পূরণ করতে পারব না। আমরা চাই উনতির শিক্ষাজীবনে যাতে কোনো ছন্দপতন না ঘটে। তার জন্য আমাদের এই ছোট প্রয়াস এবং নিপন চাকমার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন।
+ There are no comments
Add yours