নিজস্ব প্রতিবেদকঃ
২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রত্যাখ্যান করে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
তাদের দাবি, অবৈধভাবে বিদেশে পাচার করা অর্থের বৈধতা দেওয়ার প্রস্তাব পক্ষান্তরে দুর্নীতিবাজদের সঙ্গে আপস।
মূলত দলীয় ও পছন্দের লোকদের দীর্ঘ দেড় দশক ধরে চাঁদাবাজি,
দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে অর্জিত অবৈধ টাকার পাহাড়কে বৈধতা দেওয়ার জন্য বাজেটে এ প্রস্তাব রাখা হয়েছে।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমিরের নেতৃত্বে বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে বিক্ষোভ মিছিলটি রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার বিভাগের মুহাম্মাদ সাইফের সই করা বার্তায় এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
+ There are no comments
Add yours