নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যা মামলার অন্যতম আসামি সুমন সিকদার ওরফে মুসাকে ওমান থেকে দেশে আনা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) নেতৃত্বে মুসাকে দেশে ফিরিয়ে আনা হয়।
তবে এ কাজে এনসিবিকে সহযোগিতা করেছে ইন্টারপোল ও পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিদেশে এসকর্ট টিম পাঠিয়ে এবার প্রথম নয় এর আগেও সৌদি আরব থেকে একটি ধর্ষণ মামলার আসামিকে দেশে আনা হয়েছিল।
পুলিশ সদরদপ্তর সূত্রে, ২০১৫ সালে শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে সৌদি আরব থেকে পুলিশের তিন সদস্যের একটি টিম দেশে নিয়ে আসে।
এবার দ্বিতীয় বারের মতো এসকর্ট পাঠিয়ে মুসাকে ওমান থেকে নিয়ে আসা হলো।
উল্লেখ, সুমন শিকদার মুসাকে আজ বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।
+ There are no comments
Add yours