নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে চবি সায়েন্টিফিক সোসাইটির (সিইউএসএস) আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
তিনি বলেন, আজকের যুগে বিজ্ঞান সর্বতোভাবে গ্রহণ না করলে আমরা পিছিয়ে যাব।
করোনার সময়ে বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক সম্মুখ সারিতে থেকে করোনাভাইরাস নিয়ে গবেষণা করেছেন।
আগামী দিনেও যদি কোনো মহামারি আসে তাহলে সেভাবে তার মোকাবিলা করা হবে।
এর আগে বেলা ১১টায় জাতীয় সংগীত, শহীদদের শ্রদ্ধায় নীরবতা পালন, পবিত্র কুরআন থেকে তিলাওয়াত,
অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অতিথিদের আলোচনার পর স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে পোস্টার প্রেজেন্টেশন,
প্রজেক্ট প্রেজেন্টেশন, হ্যাকাথন, রোবো সকার কম্পিটিশন, উপস্থিত বক্তৃতা ও কুইজ অনুষ্ঠিত হয়।
+ There are no comments
Add yours