হিন্দু বিধবারা স্বামীর সব সম্পত্তিতে ভাগ পাবেন : হাইকোর্টের রায়

Ad1

স্বামীর সব সম্পত্তিতে ভাগ পাবেন হিন্দু বিধবারা : হাইকোর্টের রায়

ফাইল ছবি

খবর ডেস্ক: বাংলাদেশের হিন্দু বিধবা নারীরা স্বামীর সকল সম্পত্তিতে (অকৃষি-কৃষি) ভাগ পাবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২ সেপ্টেম্বর)  এ সংক্রান্ত একটি মামলার চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর একক বেঞ্চ এ রায় ঘোষনা করেন। খবর বাংলাদেশ প্রতিদিন।

বিধবা নারীরা স্বামীর সকল সম্পত্তিতে ভাগ পাওয়ার অধিকার রাখে না এমন দাবি করে ১৯৯৬ সালে খুলনা কোর্টে মামলা করেছিলেন এক নারীর দেবর জ্যোতিন্দ্রনাথ মন্ডল। বিচারিক আদালত ওই মামলার রায়ে বলেন, বিধবারা স্বামীর অ-কৃষি জমিতে অধিকার রাখলেও কৃষি জমির অধিকার রাখেন না।

এরপর সে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়। পরে উভয়পক্ষের দীর্ঘ শুনানি এবং বিশেষজ্ঞ আইনজীবীদের মতামত নিয়ে হাইকোর্ট রায় এই  ঘোষনা করেন। রায়ে বলা হয়,  হিন্দু বিধবা নারীরা অ-কৃষি জমির মতো স্বামীর কৃষি জমিরও মালিক হবেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours