ট্রুথ কমিশন বিষয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই : এনবিআর

Estimated read time 1 min read
Ad1

নিজস্ব প্রতিবেদকঃ

ট্রুথ কমিশন যখন গঠন করা কালীন এটা সংসদে বলা হয়েছিল।

এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট আইন ছিল না।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এ কথা জানিয়েছেন।

শুক্রবার (১০ জুন) বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের উপস্থিতিতে বাজেটোত্তর সংবাদ সম্মেলন শুরু হয়।

সেখানে এনবিআর চেয়ারম্যান তার বক্তব্যে জানান, ট্রুথ কমিশন যখন প্রতিষ্ঠা করা হয়েছিল, তখন এটা সংসদে বলা হয়েছিল।

কিন্তু পরবর্তী সময়ে এটা করার জন্য কোনো আইন প্রণয়ন করা হয়নি। ফলে ট্রুথ কমিশন নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই।

সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীর সঙ্গে উপস্থিত রয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, শিক্ষামন্ত্র ড. দীপু মনি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, এনবিআরের চেয়ারম্যান, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, অর্থ সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours