নিজস্ব প্রতিবেদকঃ
হযরত মুহাম্মদ (সা.) ও তার পরিবারকে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতার অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা অবিলম্বে বাংলাদেশকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রস্তাব আনার দাবি জানিয়েছেন।
শুক্রবার (১০ জুন) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা থেকে মিছিলটি ক্যাম্পাসের বিজ্ঞান অনুষদ,
ভাস্কর্য চত্বর হয়ে প্রধান ফটক হয়ে বাংলাবাজার মোড় প্রদক্ষিণ করে ক্যাম্পাস ফটকে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা বলেন,
মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিজেপির দুই নেতা বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করছেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ভারতের ইসলাম বিদ্বেষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
উল্লেখ্য, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাবেক মুখপাত্র নুপুর শর্মা এক টেলিভিশন শো-তে অংশ নিয়ে হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন।
পরে দলটির নয়াদিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিন্দালও নুপুর শর্মার মন্তব্যের সমর্থনে টুইট করেন।
+ There are no comments
Add yours