২০ হাজার টাকা মজুরিসহ ৬ দফা দাবিতে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির বিক্ষোভ

Estimated read time 1 min read
Ad1

নিজস্ব প্রতিবেদকঃ

“দ্রব্যমূল্য কমাও, জান বাঁচাও, মজুরি বাড়াও”

এই শ্লোগানে জীবন ও জীবিকার লড়াইয়ে ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ও ৬ দফা দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি।

শুক্রবার (১০ জুন) দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

তাদের ৬ দফা দাবিগুলো হলো-

  • অবিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য শ্রমিকের ক্রয়ক্ষমতায় আনতে হবে।
  • মিরপুর-উত্তরাসহ বিভিন্ন অঞ্চলে মজুরি আন্দোলনকারীদের হামলা, মামলা-গ্রেপ্তার বন্ধ করতে হবে।
  • অবিলম্বে মজুরি বোর্ড গঠন করে নতুন মজুরি নির্ধারণ করার উদ্যোগ নিতে হবে
  • পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার করতে হবে।
  • নতুন মজুরি কার্যকর হবার আগ পর্যন্ত মহার্ঘ্য ভাতা এবং শ্রমিকদের রেশনিং অধিকারের আওতায় আনতে হবে।
  • জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা নির্ধারণের উদ্যোগ নিতে হবে।

এতে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আক্তার লিমা, সাধারণ সম্পাদক জুলহাস নাইম বাবু, কেন্দ্রীয় সদস্য অঞ্জন দাস, বাবুল হোসেন ও আব্দুল্লাহ আল মামুন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours