নিজস্ব প্রতিবেদকঃ
বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল আইডি কার্ড বিতরণ চলতি মাসেই শুরু হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক।
শুক্রবার (১০ জুন) দুপুরে ঢাকার ধামরাইয়ের কালামপুরে শহীদ মানিক স্মৃতিসৌধের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ওয়েবসাইটে উপজেলাভিত্তিক মুক্তিযোদ্ধাদের তালিকা ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।
সেই তালিকা অনুযায়ী আইডি কার্ড প্রস্তুত করা হবে এবং সেগুলো উপজেলায় পাঠানো হবে।
বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ, সাবেক সংসদ সদস্য এম এ মালেক, ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু সাইদ প্রমুখ।
+ There are no comments
Add yours