দুদিনব্যাপী রেজিলিয়েন্স ও সংস্কৃতি উৎসবের পর্দা নামল

Estimated read time 1 min read
Ad1

নিজস্ব প্রতিবেদকঃ

‘পৃথিবী, মানুষ এবং সম্ভাবনা’ শীর্ষক দুই দিনব্যাপী রেজিলিয়েন্স ও সংস্কৃতি উৎসবের পর্দা নামল।

অ্যাকশনএইড বাংলাদেশ (এএবি) এর আয়োজনে উৎসবটি আয়োজিত হয়।

প্রতিকূল পরিস্থিতিতেও দেশের মানুষের অপ্রতিরোধ্য মানসিকতা এবং বাংলাদেশের গৌরবময় ঐতিহ্য, সংস্কৃতি ও আচার-অনুষ্ঠান এই উৎসবের মধ্য দিয়ে তুলে ধরা হয়।

শুক্রবার (১০ জুন) রাজধানীর গুলশানের নাভিদ’স কমেডি ক্লাবে জলের গানের পরিবেশনার মধ্য দিয়ে এই উৎসবের পর্দা নামে।

এর আগে ৯ জুন এ উৎসবের শুরু হয়।

শেষ দিনে অ্যাকশনএইড বাংলাদেশের অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের তরুণদের অংশগ্রহণে ফ্ল্যাশ মুভ পরিবেশিত হয়।

এছাড়াও, বিশিষ্ট বক্তাদের অংশগ্রহণে তিনটি ‘হিউম্যান বুক ক্যাফে’ সেশন অনুষ্ঠিত হয়।

হিউম্যান বুক ক্যাফে সেশনে সাংবাদিক ও গবেষক আফসান চৌধুরী বলেন,

এমন ঘটনা খুঁজে পাওয়া বিরল, যেখানে অভিজ্ঞ ব্যক্তিদের একটি প্যানেল সবাই একত্রিত হয়ে- বাংলাদেশ আজ কোথায় দাঁড়িয়েছে এবং জাতি হিসেবে আমরা কোথায় যাচ্ছি, সে বিষয়ে তাদের মতামত বিনিময় করতে পেরেছেন।

এই ধরনের অনুশীলন আমাদের আলোকিত করতে পারে, যেমনটা ১৯৭১ সালে একটি জাতি গঠিত হয়েছিল, বিভিন্ন জনগোষ্ঠীর সম্মিলিত প্রচেষ্টায়। ১৯৭১ সালে কিভাবে আমাদের জাতির ভিত্তি স্থাপিত হয়েছিল, সে সম্পর্কে আমরা যত বেশি জানব, ততই আমরা উন্নতি করতে পারব।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours