নিজস্ব প্রতিবেদকঃ
২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিড়ির শুল্ক অপরিবর্তিত রাখা হয়েছে।
এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন।
শনিবার (১১ জুন) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শ্রমিক নেতা এম কে বাঙালি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, এ শিল্পকে নানান অজুহাতে বার বার বন্ধ করা হয়েছে।
বিড়ি সিগারেটসহ অন্যান্য তামাকজাত সামগ্রী স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটি আমরা সবাই জানি। কিন্তু বিড়ি শিল্প তিনশ বছরের একটি পুরাতন শিল্প।
বিদেশি বহুজাতিক কোম্পানি এ দেশের মানুষের ফুসফুস পুড়িয়ে হাজার হাজার কোটি টাকা পাচার করছে।
তিনি আরও বলেন, প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটে নিম্নস্তরে ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য মাত্র ১ টাকা বাড়িয়ে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এই স্তরে সিগারেটের দাম বাড়বে মাত্র ২.৫৬ শতাংশ। যা খুবই সামান্য। বিড়ির মূল প্রতিদ্বন্দ্বী হলো নিম্নস্তরের সিগারেট।
এসব নিম্নস্তরের সিগারেটের সিংহভাগই বিদেশি কোম্পানির দখলে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি নাজিম উদ্দিন, লোকমান হাকিম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম-সম্পাদক হারিক হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর।
+ There are no comments
Add yours