নিজস্ব প্রতিবেদকঃ
শতভাগ বিদ্যুতায়নের ফলে গ্রাহক সংখ্যা ক্রমাগত বাড়ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
শনিবার (১১ জুন) অনলাইনে ‘নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লি. এর ডাটা সেন্টারের উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নসরুল হামিদ বলেন, সেবা গ্রাহকদের হাতের নাগালে পৌঁছে দিতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
সেবা সহজ করতে একটি নিরাপদ ও বিশ্বাসযোগ্য আইটি অবকাঠামো অপরিসীম অবদান রাখবে।
বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মু. মোহসিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, জেলা প্রশাসক আব্দুল জলিল,
বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ ও নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম বক্তব্য রাখেন।
+ There are no comments
Add yours