নিজস্ব প্রতিবেদকঃ
২০০৭ সালে চট্টগ্রাম মহানগর এবং ২০১৭ সালে রাঙামাটি ও চট্টগ্রামে পাহাড় ধসে নিহতদের স্মরণে চট্টগ্রামে নাগরিক সমাবেশের আয়োজন করা হয়।
পাহাড় কাটা বন্ধে টাস্কফোর্স এবং দোষীদের শাস্তি নিশ্চিত করতে ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয়েছে চট্টগ্রামের এই সমাবেশে।
শনিবার (১১ জুন) এই সমাবেশের আয়োজন করে পরিবেশবাদী সংগঠন পিপল’স ভয়েস।
২০০৭ সালের ১১ জুন পাহাড় ধসে চট্টগ্রামে ১২৭ জন নিহত হওয়ার পর থেকে প্রতিবছর এই দিনটিকে ‘পাহাড় রক্ষা দিবস’ ঘোষণার দাবিতে কর্মসূচি পালন করে আসছে পরিবেশবাদী সংগঠন ‘পিপলস ভয়েস’ ।
সমাবেশ থেকে ১১ জুনকে জাতীয় পাহাড় রক্ষা দিবস ঘোষণা, ২০০৭ সালে গঠিত তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন,
টাস্কফোর্স গঠন করে নিয়মিত অভিযান পরিচালনা, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার নিশ্চিত করা সহ
পরিবেশ সুরক্ষা করে সব উন্নয়ন কার্যক্রম পরিচালনা করার দাবি জানান সংগঠনের সভাপতি শরীফ চৌহান।
+ There are no comments
Add yours