নিজস্ব প্রতিবেদকঃ
খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
আদালতে শামীম এস্কান্দারের পক্ষে ছিলেন করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। দুদকের পক্ষে ছিলেন এ কে এম ফজলুল হক।
আপিল বিভাগ বলেছে, এই মামলা বিচারিক আদালত আমলে নেওয়ার পর আসামি চাইলে উচ্চ আদালতে আসতে পারবেন।
রোববার (১২ জুন) প্রধান বিচারপতি হাসান ফয়েজের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
২০১৬ সালে এ মামলা বাতিল চেয়ে শামীম ইস্কান্দার আবেদন করলে শুনানি শেষে তা খারিজ করে দেন হাইকোর্ট।
এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আপিলের আবেদন করেন শামীম ইস্কান্দার ও তার স্ত্রী।
+ There are no comments
Add yours