নিজস্ব প্রতিবেদকঃ
২৬ জুন সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে যানবাহন চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (১২ জুন) পদ্মা সেতুর সার্ভিস এরিয়া ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২৫ জুন সকাল ১০টায়।
গাড়ি চলবে পরের দিন ২৬ তারিখ সকাল ৬টা থেকে।
তিনি বলেন,
ইয়েস, উই ক্যান, ইয়েস উই ক্যান, আমরাও পারি- সেটা প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন।
তিনি বলেন, পদ্মা সেতু এখন স্বপ্ন নয়, এটি দৃশ্যমান বাস্তবতা। এটি আমাদের সামর্থ্য ও সক্ষমতার সেতু।
একই সাথে আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া,
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. ইউনূসসহ বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
কাদের বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন সবাইকে আমন্ত্রণ জানাতে।
বিদেশিদের দাওয়াত দেওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
+ There are no comments
Add yours