বাজেটের পর পতনের বৃত্তে পুঁজিবাজার

Estimated read time 1 min read
Ad1

নিজস্ব প্রতিবেদকঃ

২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাবের পর দ্বিতীয়বারের মত দরপতনে দেশের পুঁজিবাজার।

ফলে প্রথম কর্মদিবসের মতো সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১৩ জুন) উভয় পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৩৯ পয়েন্ট।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১০১ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দামও।

ডিএসইর তথ্য মতে, সোমবার উভয় বাজারেই লেনদেনের প্রথম পৌনে ২ ঘণ্টায় সূচক ওঠানামা করে।

বাজেটের পর ফের পতনের বৃত্তে পুঁজিবাজার

কিন্তু তারপর থেকে লেনদেনের শেষ সময় পর্যন্ত শেয়ারের দাম কমেছে। ফলে কমেছে সূচকও।

বুধবার সূচক বৃদ্ধির পর বাজেট ঘোষণার দিন বৃহস্পতিবার ও বাজেট পরবর্তী প্রথম কর্মদিবস রোববার এবং দ্বিতীয় কর্মদিবস সোমবার টানা তিন দিন পুঁজিবাজারে দরপতন হলো।

ডিএসইতে ৩৭৯টি প্রতিষ্ঠানের ১৯ কোটি ৯৮ লাখ ৮৯ হাজার ২৪০টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।

ডিএসই’র ৮৪টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৫৩টির, আর অপরিবর্তিত রয়েছে ৪২টির দাম।

এদিন অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩৯ দশমিক ৪৭ পয়েন্ট কমে ৬ হাজার ৩৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে কমেছে ৮ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক কমেছে ১৭ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৭৯৮ কোটি ১৯ লাখ ৭২ হাজার টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।

রোববার লেনদেন হয়েছিল ৬৩৬ কোটি ৪০ লাখ ৭ হাজার টাকার শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৮৯ পয়েন্টে।

বাজারটিতে ২৯১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে।

৬৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৯০টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৪২ লাখ ৭৫ হাজার ৪৯১ টাকা। এর আগে দিন লেনদেন হয়েছিল ২০ কোটি ৪ লাখ ৯০ হাজার ৯৫৪ টাকা।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours