এম আতিক উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম:
শেষ মুহূর্তে জমে উঠেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান ও মেম্বার পদ প্রার্থীদের প্রচার-প্রচারণা।
ইউনিয়ন পরিষদ এলাকা ছেয়ে গেছে পোস্টার-ব্যানারে।
নির্বাচনি আমেজ বিরাজ করছে জনমনে। সঙ্গে প্রার্থীদের দৌড়ঝাঁপে কমতি নেই।
নানা প্রতিশ্রুতি নিয়ে শেষবারের মতো হাজির হচ্ছেন ভোটারের দুয়ারে।
সোমবার (১৩ জুন) ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণার শেষ দিন। রাত ১২টার পর থেকে প্রার্থীদের সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ হয়ে যাবে।
উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শওকত আলম শওকত (নৌকা)।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকে নাছির উদ্দীন, মোটর সাইকেল প্রতিকে স্বতন্ত্র প্রার্থী মুজিবুল আলম চৌধুরী, ও ঘোড়া প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেলিম উদ্দিন তালুকদার।
+ There are no comments
Add yours