নিজস্ব প্রতিবেদকঃ
এমপিওভুক্ত হতে না পারা ডিগ্রি কলেজগুলোর তৃতীয় শিক্ষকদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
মন্ত্রণালয়ের নির্দেশে রোববার (১২ জুন) এ শিক্ষকদের তথ্য চেয়ে আঞ্চলিক পরিচালকদের কাছে আলাদা আলাদা চিঠি পাঠিয়েছে অধিদপ্তর।
আলাদা তিনটি চিঠিতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তথ্য চাওয়া হয়েছে।
অধিদপ্তর থেকে পাঠানো একটি চিঠিতে বলা হয়েছে,
এনটিআরসিএর সুপারিশ ছাড়া শিক্ষক নিয়োগ বন্ধ হয়ে যাওয়ার আগে জারি করা বিজ্ঞপ্তির মাধ্যমে মন্ত্রণালয়ের শর্ত মোতাবেক,
২০১৬ সাল পর্যন্ত নিয়োগকৃত তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির আবেদন সম্পর্কে তথ্য পাঠাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুরোধ করা হলো।
সে অনুযায়ী ১৫ জুনের মধ্যে ২০১৬ সাল পর্যন্ত নিয়োগকৃত তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির আবেদন সম্পর্কে তথ্য অধিদপ্তরে পাঠাতে হবে আঞ্চলিক পরিচালকদের।
একইদিনে অধিদপ্তর থেকে আঞ্চলিক পরিচালকদের পাঠানো তৃতীয় চিঠিতে ২০১৯ সালে এমপিওভুক্ত হওয়া ৫২টি কলেজের তৃতীয় শিক্ষকদের এমপিওর আবেদন সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে।
নির্ধারিত ছকে প্রতিষ্ঠানের নাম, শিক্ষকের নাম, বিষয়, প্রাপ্যতা ছিল কি না, নিয়োগের সিদ্ধান্তের তারিখ, বাছাই কমিটি গঠনের তারিখ, বিজ্ঞপ্তি প্রচারের তারিখ, পরীক্ষার তারিখ, কমিটির নম্বরপত্র ও গভর্নিং বডির অনুমোদনের তারিখ উল্লেখ থাকতে হবে।
+ There are no comments
Add yours