নিজস্ব প্রতিবেদকঃ
হোমিওপ্যাথিক শিক্ষার্থী ও চিকিৎসকদের কল্যাণ এবং চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত লক্ষ্যে ১২ দফা দাবিতে মানববন্ধন করেছে ১৪টি সংগঠন।
ডা. শাখাওয়াত ইসলাম ভূইয়ার সভাপতিত্বে সোমবার (১৩ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১০টায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তাদের মতে, ভারতে হোমিওপ্যাথিক চিকিৎসার উত্তরোত্তর উন্নতি সাধিত হলেও বাংলাদেশে অনেকটা পিছিয়ে আছে।
দেশে বিভিন্ন খাতে উন্নয়ন হলেও হোমিওপ্যাথিক চিকিৎসার তেমন কোনো উন্নয়ন দেখা যায়নি।
তাদের ভাষ্যে সরকার নিয়ন্ত্রিত বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড আশানুরূপ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।
মানববন্ধনে তুলে ধরা ১২টি দাবির মধ্যে রয়েছে,
হোমিওপ্যাথি চিকিৎসকদের নামের আগে ডা. উপাধি লেখার অধিকার বজায় রাখতে হবে এবং অন্যান্য চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ সেকশন- ২৯ উপধারা (১) ও (২) উপধারা সমূহ বাতিল করতে হবে,
হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন ২০২১ অনতিবিলম্বে পাস করতে হবে,
হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অনতিবিলম্বে উচ্চ শিক্ষা ও গবেষণার জন্য হোমিওপ্যাথিক মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে ইত্যাদি।
+ There are no comments
Add yours