নিজস্ব প্রতিবেদকঃ
বৃহস্পতিবার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনে নতুন অর্থসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন।
দেশের ইতিহাসে প্রথম নারী হিসেবে অর্থসচিবের দায়িত্ব পেলেন ফাতিমা ইয়াসমিন।
ফাতিমা ইয়াসমিন ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব হিসেবে যোগদান করেন।
তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা এবং ইআরডিরও প্রথম নারী সচিব ছিলেন।
অর্থসচিব আব্দুর রউফ তালুকদারকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বর্তমান অর্থ সচিব আব্দুর রউফ তালুকদারের শেষ কার্যদিবস ৪ জুলাই।
ফলে তার পদটি ফাতিমা ইয়াসমিনের নিয়োগ দেওয়ার মাধ্যমে পূর্ণ হলো। আগামী ১১ জুলাই তার নিয়োগ কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী— আবদুর রউফ বিদায় নেওয়ার এক সপ্তাহ পর নতুন কর্মস্থলে যোগ দেবেন ফাতিমা ইয়াসমিন।
+ There are no comments
Add yours