এম হেলাল উদ্দিন নিরব, চট্টগ্রাম:::
দক্ষিণ চট্টগ্রামের উপনির্বাচনকে কেন্দ্র করে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ককর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রমজান আলী (৩৫) নিহত হয়েছেন।
গত (১৬ জুন) রাত সাড়ে ৮টায় চরপাথরঘাটা ইউনিয়নের বাসু বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত রমজান আলী ইছানগর পাথরঘাটা ৭নং ওয়ার্ডের বাদশা ফকির বাড়ির বাদশা ফকিরের ছেলে। তিনি কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পাঠাগার সম্পাদক। তথ্যসূত্রে জানা গেছে, কর্ণফুলী থানার চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে রাতে সদস্য পদে জয়ী সাইদুল হক মেম্বারের অনুসারী খোরশেদ ও শাহেদ মারধর ও ছুরিকাঘাত করে পরাজিত মেম্বার ইসহাকের অনুসারী রমজান আলীকে। এ অবস্থায় রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালে মর্গে রয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, নির্বাচনি সহিংসতায় রমজান আলী নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন হয়েছে।
এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
+ There are no comments
Add yours